পুরান ঢাকা উন্নয়ন ফোরাম

পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন

একটি পরিচ্ছন্ন ও ভারসাম্যপূর্ণ পরিবেশই টেকসই সমাজের মূলভিত্তি। এই লক্ষ্যেই পুরান ঢাকা উন্নয়ন ফোরাম ঢাকা ৬ আসনে এলাকাজুড়ে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে, খাল ও ড্রেনেজ পুনঃখননের মাধ্যমে জলধারা সচল রাখে এবং মশক নিধন কর্মসূচি চালায়। পাশাপাশি বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রমের মাধ্যমে বসবাসযোগ্য পরিবেশ গড়ে তোলে। দূষণ রোধ ও পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে আমরা নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করি। আমাদের উদ্দেশ্য—আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত অঞ্চল তৈরি করা।

পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন

আমাদের কার্যক্রম

পরিবেশকে সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের মূল লক্ষ্য হলো পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর জনপদ গড়ে তোলা।

🌳

পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

এলাকাজুড়ে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য নিয়মিত উদ্যোগ গুলো পরিচালনা করা।

🌊

নদী ও খাল পুনঃখনন

ঘনবসতি এলাকা হওয়ায় জলাধারের অভাবে ভারী বর্ষনের প্রায় জলাবদ্ধতা দেখা দেয়। জলাধার পুনরুজ্জীবিত করে জলাবদ্ধতা দূর করা।

মশক নিধন অভিযান

ডোবা, নালা, ময়লা আবর্জনার দরূন প্রচুর মশার উৎপাত দেখা যায়। এইগুলো পরিস্কার পরিচ্ছন্ন করে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে নিয়মিত উদ্যোগ গ্রহণ করা।

বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রতিবছর আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা উদ্যোগ হাতে নিয়েছি। আমাদের লক্ষ্য এই শহরে প্রকৃতির প্রাণ ফিরিয়ে আনা।

দূষণমুক্ত পরিবেশ গঠন

ঘনবসতি এলাকায় পয়ঃনিষ্কাশন বা স্যানিটেশন,কলকাখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা।

🏕️

পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন

জনসচেতনতা বৃদ্ধি করে পরিবেশবান্ধব আচরণে উৎসাহিত করা,শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পরিবেশের গুরুত্ব বোঝানো। এবং সরকারি-বেসরকারি সহযোগিতায় পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন।

অনুদান দিন