পলিসি রিসার্চ
১৭৮ ঢাকা-৬ পুরান ঢাকা উন্নয়ন ফোরাম মনে করে, শুধু প্রকল্প গ্রহণ করলেই উন্নয়ন টেকসই হয় না—প্রয়োজন কার্যকর নীতি ও গবেষণাভিত্তিক সিদ্ধান্ত। আমাদের পলিসি রিসার্চ কার্যক্রম এই অঞ্চলের বাস্তব সমস্যা গভীরভাবে বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করে এবং তার ভিত্তিতে বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করে।
আমাদের কার্যক্রম
পলিসি রিসার্চ ও এডভোকেসি
১৭৮ ঢাকা-৬ পুরান ঢাকা উন্নয়ন ফোরাম নীতি নির্ধারণ ও স্থানীয় সমস্যা সমাধানে তথ্যভিত্তিক গবেষণা ও কার্যকর এডভোকেসি চালায়। আমরা নিশ্চিত করি, নীতি কেবল পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে জনগণের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে সক্ষম হয়।
পলিসি ব্রিফ
গবেষণার ফলাফলকে সংক্ষেপে উপস্থাপন করে নীতি প্রণয়নের জন্য ব্যবহারযোগ্য তথ্য সরবরাহ।
পলিসি ট্র্যাকিং এন্ড মনিটরিং
গৃহীত নীতির কার্যকারিতা ও বাস্তব প্রভাব পর্যবেক্ষণ এবং মূল্যায়ন।
রিজিওনাল পলিসি এক্সচেঞ্জ
অঞ্চলীয় অভিজ্ঞতা ও সফল কৌশল বিনিময় করে স্থানীয় নীতি উন্নয়ন ও বাস্তবায়নে সহায়তা।